সেপ্টেম্বরে সারাদেশে ১২১ কোটি ৫৮ লাখ টাকার চোরাচালান পণ্য, অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা মাদকের মধ্যে রয়েছে আট লাখ ৩১ হাজার ৫৯৪টি ইয়াবা ট্যাবলেট, তিন দশমিক ১৪১ কেজি ক্রিস্টাল মেথ, ১৯ হাজার ৭৯৭ বোতল ফেনসিডিল, ১৫ হাজার ২০২ বোতল বিদেশি মদ, ৭৯৫ লিটার দেশি মদ, দুই হাজার ৬৮০ ক্যান বিয়ার, দুই হাজার ২০৬ কেজি গাঁজা, দুই দশমিক ১৬ কেজি হেরোইন, ২১ হাজার ৯৮টি ইনজেকশন, ছয় হাজার ৬২০ বোতল এসকুফ সিরাপ, ৭৫৫টি বোতল এমকেডিল/কফিডিল, দুই লাখ ৮৫ হাজার ২৬৭টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৯ লাখ ৬১ হাজার ৫২৪টি বিভিন্ন ধরনের ওষুধ ও ৯৭ হাজার ৩৫০টি ট্যাবলেট।
অন্যান্য চোরাচালান সামগ্রীর মধ্যে রয়েছে ৩১ দশমিক ৮৫১ কেজি সোনা, ৮ দশমিক ৪০০ কেজি রূপা, এক লাখ ৮৩ হাজার ৪৭০টি প্রসাধনী সামগ্রী, এক হাজার ৬৩টি ইমিটেশন গহনা, ১৯ হাজার ৯৫৬টি শাড়ি, দুই হাজার ৯৩০টি থ্রি-পিস/শার্টের কাপড়/বিছানার চাঁদর/কম্বল, দুই হাজার ১০৫টি তৈরি পোশাক, দুই হাজার ৩৪৭ সিএফটি কাঠ, চার হাজার ৫০২ কেজি চা পাতা, ৪০ হাজার ৮৫০ কেজি কয়লা, পাঁচটি কষ্টিপাথরের মূর্তি, ৪৯১ কেজি কীটনাশক, ৫৬টি মোটরসাইকেল, পাঁচটি গাড়ি (কার/মাইক্রোবাস), ১০টি পিকআপ ভ্যান, ২৪টি সিএনজি/ব্যাটারি চালিত অটোরিক্সা।
আরও পড়ুন: মে মাসে ১৩২ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ করেছে বিজিবি
জব্দ অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, একটি রিভলবার, সাতটি বন্দুক, ১৬ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও ৫৮৮ কেজি বিস্ফোরক দ্রব্য।
এদিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ২২৩ জন চোরাকারবারী, ৮৬ বাংলাদেশি ও চার ভারতীয়কে আটক করেছে বিজিবি।
আরও পড়ুন: জুন মাসে ১৩২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির