আফগানিস্তানে চরমপন্থী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা প্রত্যাখ্যান করেছে তালেবান। আফগানিস্তান থেকে আগস্ট মাসে সেনা প্রত্যাহারের পর মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মত তালেবানের সাথে মুখোমুখি বৈঠক করেছে।
শনিবার কাতারের রাজধানী দোহায় জ্যেষ্ঠ কর্মকর্তা এবং মার্কিন প্রতিনিধিরা বৈঠক করছেন। আলোচিত সমস্যাগুলোর মধ্যে উভয় পক্ষের কর্মকর্তারাই চরমপন্থী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ এবং আফগান থেকে বিদেশি নাগরিক ও আফগানদের সরিয়ে নেয়ার বিষয়ে কথা বলেছেন।
তালেবান মুখপাত্র সুহেল শাহীন এপিকে বলেছেন, আফগানিস্তানে সক্রিয় আইএস গ্রুপকে নিয়ন্ত্রণে ওয়াশিংটনের থেকে কোনো সহযোগিতা নেয়া হবে না। সম্প্রতি বোমা হামলাসহ বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে আইএস।
এ বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা কোন মন্তব্য করেননি।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন প্রতিনিধি বলেছেন, ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের, অন্যান্য বিদেশি নাগরিকদের এবং যেসব আফগানরা মার্কিন সামরিক বাহিনীতে এবং অন্যান্য আফগান মিত্রদের জন্য কাজ করেছিল তাদের আফগানিস্তান ত্যাগে তালেবানদের দেয়া প্রতিশ্রুতি যেন ঠিক থাকে সেই চেষ্টা করবে।
আরও পড়ুন: ভারতে কৃষক আন্দোলন: অবশেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার
সৈন্য প্রত্যাহারের পর প্রথম তালেবান-যুক্তরাষ্ট্র বৈঠক