ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলের একটি হাসপাতালে রুশ বিমান হামলায় এক শিশুসহ তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সিটি কাউন্সিল বলেছে, অবরুদ্ধ দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরীতে রুশ বাহিনীর হামলায় নিহত তিনজনের মধ্যে একটি শিশুও রয়েছে। তবে তার বয়স জানা যায়নি। এছাড়া প্রসবের অপেক্ষায় থাকা নারী, চিকিৎসক ও শিশুসহ ১৭ জন আহত হয়।
এছাড়া রাজধানী কিয়েভের পশ্চিমের আরেকটি শহরের দুটি হাসপাতালেও বোমা পড়ে।
আরও পড়ুন: আব্রামোভিচসহ ৭ রুশ নাগরিকের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউক্রেনে রুশ আগ্রাসনের দুই সপ্তাহে ১৮টি চিকিৎসা কেন্দ্রে হামলার কথা জানিয়েছে।
এদিকে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ কূটনীতিকরা তুরস্কে এক বৈঠকে বসেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তিনি আশা করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবারের মধ্যে হওয়া এই বৈঠক ‘স্থায়ী যুদ্ধবিরতির দ্বার উন্মুক্ত করবে’।
কিন্তু ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, এমন কিছু হওয়ার ‘উচ্চ আশা’ তার নেই।