হামাসের সঙ্গে চলমান সংঘর্ষে বাইডেন প্রশাসনের ইসরায়েলের প্রতি ‘অন্ধ সমর্থন’র প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জোশ পল।
জোশ পল ১১ বছরেরও বেশি সময় ধরে অধিদপ্তরের রাজনৈতিক-সামরিকবিষয়ক ব্যুরোতে কাজ করেছেন। এই ব্যুরো অন্যান্য দেশগুলোতে মার্কিন অস্ত্র হস্তান্তর তত্ত্বাবধান করে।
গত বুধবার তার দেওয়া পদত্যাগপত্রে তিনি বলেছেন, তার দেশের ইসরায়েলের জন্য প্রাণঘাতী অস্ত্রের ব্যবস্থা করার মতো ‘সাম্প্রতিক কর্মকাণ্ডের’ সঙ্গে একমত হতে না পারায় তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
পল বলেন, তিনি সবার কাছে তার মতামত স্পষ্ট করতে চান। ইসরায়েলের উপর হামাসের আক্রমণ ‘একটি দানবের দানবীয়তা।’
তিনি আরও বলেন, ‘তবে ইসরায়েল যে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং তার সঙ্গে আমেরিকা যে সমর্থন দিচ্ছে; তা দখলদারিত্ব টিকিয়ে রাখা এবং ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় দেশের জনগণের জন্য দুর্ভোগ আরও বাড়াবে।’
তিনি লিখেছেন, ‘এই প্রশাসনের প্রতিক্রিয়া এবং কংগ্রেসের সুনিশ্চিত পক্ষপাতিত্ব মূলত রাজনৈতিক সুবিধা, বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব এবং আমলাতান্ত্রিক ব্যবস্থার উপর নির্মিত একটি আবেগপ্রবণ প্রতিক্রিয়া। অর্থাৎ বলা যায়, এটি অত্যন্ত হতাশাজনক ও সম্পূর্ণরূপে নজিরবিহীন।’
তিনি আরও বলেন, ‘বাস্তবতা হলো এক পক্ষের জন্য অন্ধ সমর্থন দীর্ঘমেয়াদে উভয় পক্ষের জনগণের স্বার্থের জন্য ধ্বংসাত্মক।’
আরও পড়ুন: গাজায় 'মানবিক বিরতির' আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাবের ব্যর্থতায় ফ্রান্সের দুঃখ প্রকাশ