তুরস্কের ইস্তাম্বুল শহরের ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
এছাড়া এ হামলার দায় কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
রবিবারের বিস্ফোরণে ছয়জন নিহত ও কমপক্ষ্যে ৮১ জন ব্যক্তি আহত হয়েছেন। ইস্তিকলাল অ্যাভিনিউটি বেশ জনপ্রিয় একটি সড়ক; যেখানে নানা দোকান ও সারি সারি রেস্তোরাঁ রয়েছে। আর এই সড়কটির মাধ্যমে বিখ্যাত তাকসিম স্কয়ারে যাওয়া যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লুকে উদ্ধৃত করে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, যে ব্যক্তি বোমাটি রেখেছিল কিছুক্ষণ আগে আমাদের ইস্তাম্বুল পুলিশ বিভাগ তাকে গ্রেপ্তার করেছে। তিনি সন্দেহভাজন ব্যক্তির পরিচয় জানাননি তবে বলেছেন যে আরও ২১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আরও পড়ুন: ইস্তাম্বুলে বাংলাদেশ- তুরস্ক পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা
মন্ত্রী জানিয়েছেন, প্রাপ্ত প্রমাণ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও এর সিরিয়ার সমর্থক পিওয়াইডি’র প্রতি ইঙ্গিত দিচ্ছে।
তিনি বলেন যে এই হামলার প্রতিশোধ নেয়া হবে।
সোয়লু বলেন, ‘ইস্তিকলাল এভিনিউতে যারা এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে বাধ্য করেছে, তাদের অনেক বেশি কষ্ট দেয়া হবে।’
সোয়লু মার্কিন যুক্তরাষ্ট্রকেও দোষারোপ করেন।
তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিয়ার কুর্দি গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগ করেন।
সোয়লু বলেন, হাসপাতালে ভর্তি হওয়া ৮১ জনের মধ্যে ৫০ জনকে ছেড়ে দেয়া হয়েছে। আহতদের মধ্যে পাঁচজন জরুরি চিকিৎসা নিচ্ছিলেন এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত ৬, আহত ৮১