তালেবান যোদ্ধারা রবিবার আফগানিস্তানের রাজধানীর উপকণ্ঠে প্রবেশ করে বলছে যে তারা শহরটি ‘শান্তিপূর্ণ হস্তান্তরের’ অপেক্ষায় ছিল। এসময় তারা এটিকে জোর করে না নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু মার্কিন দূতাবাসে হেলিকপ্টার অবতরণের সময় সরকারি অফিস থেকে পালিয়ে যাওয়া কর্মীদের মধ্যে অনিশ্চয়তা ছিল।
তিন আফগান কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তালেবানরা রাজধানীর কালাকান, কারাবাগ এবং পাগমান জেলায় অবস্থান করছে।
আরও পড়ুনঃ জোর করে কাবুল দখল করবে না তালেবান
তালেবান মুখপাত্র সুহেল শাহীন কাতারের আল-জাজিরা ইংরেজি স্যাটেলাইট নিউজ চ্যানেলকে বলেছেন, বিদ্রোহীরা "কাবুল শহরের শান্তিপূর্ণ হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।" তিনি তার বাহিনী এবং সরকারের মধ্যে কোন সম্ভাব্য আলোচনার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে অস্বীকার করেন।
তালেবান বলছে, ‘কারও জীবন, সম্পত্তি এবং মর্যাদা ক্ষতিগ্রস্ত হবে না এবং কাবুলের নাগরিকদের জীবন ঝুঁকিতে পড়বে না।’
আরও পড়ুনঃ আফগানিস্তানের দক্ষিণাঞ্চল দখল শেষে কাবুলের পথে তালেবান
মাত্র এক সপ্তাহের মধ্যে দেশব্যাপী তালেবানরা আফগান নিরাপত্তা বাহিনীকে পরাজিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর তাত্ক্ষণিকভাবে এই যুদ্ধ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
আক্রমণ শুরু হওয়ার পর প্রথমবারের মতো শনিবার জাতির উদ্দেশে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি।
ভবিষ্যতের আশঙ্কায় হাজার হাজার বেসামরিক মানুষ এখন কাবুলের পার্ক এবং খোলা জায়গায় বাস করতে শুরু করেছে। শত শত ব্যক্তি বেসরকারি ব্যাংকের সামনে জড়ো হয়ে তাদের সঞ্চয় প্রত্যাহারের চেষ্টা করলে কিছু এটিএম ক্যাশ বিতরণ বন্ধ করে দেয়।