কৃষক হত্যার দায়ে অভিযুক্ত ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশ রাজ্যের একটি উচ্চ আদালত এই আদেশ দেন।
লখিমপুর খেরি জেলায় অন্তত আটজন নিহত হওয়ার ঘটনায় ৩ অক্টোবর প্রতিবাদের মুখে রাজ্য পুলিশ মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসকে গ্রেপ্তার করেছিল।
আসামি পক্ষের আইনজীবী বলেন, ‘আমার মক্কেল আশীষ মিশ্রকে এলাহাবাদ হাইকোর্ট জামিন দিয়েছে।’
আরও পড়ুন: ভারতের উত্তর প্রদেশে ভোটগ্রহণ শুরু
সিনিয়র পুলিশ অফিসার উপেন্দ্র আগরওয়াল তখন মিডিয়াকে বলেছিলেন আশিসকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হয়েছে। আশিস তার জিজ্ঞাসাবাদে প্রশ্ন এড়িয়ে গেছে।
কৃষি আইন সংস্কারের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করা কৃষকদের মধ্যে চারজন আশিষের চালানো গাড়ির ধাক্কায় এবং পরবর্তী সংঘর্ষে আরও চারজন মারা যান।
কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য ঘটনাস্থলে তার ছেলের উপস্থিতির কথা অস্বীকার করে বলেন, ‘আমাদের কর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা করেছিল। আমার অনুসারীদের একটি গাড়ি উল্টে কৃষকদের মৃত্যু হয়েছে।’
লখিমপুর খেরির সহিংসতা ছিল লাখ লাখ কৃষকের বছরব্যাপী প্রতিবাদের একটি আক্রমণাত্মক বহিঃপ্রকাশ। তিনটি বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে দিল্লির উপকণ্ঠে শিবির স্থাপন করেছিল কৃষকরা।
আরও পড়ুন: কর্ণাটকে হিজাব বিতর্ক: বৃহত্তর বেঞ্চ গঠনের অভিমত আদালতের