ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭৫৭ জন। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড।
এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৯ লাখে দাঁড়াল। মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পর এখন ভারতে মৃত্যু ২ লাখ ছাড়াল।
টানা সাত দিন ধরে ভারতে ৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। আমেরিকার পর আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে ভারত। সর্বমোট ২ লাখ ১ হাজার ১৮৭ জন মারা গিয়েছেন এখন পর্যন্ত।
আরও পড়ুন: করোনায় বিশ্বে আক্রান্ত পৌনে ১৫ কোটি ছাড়াল
মঙ্গলবার সর্বাধিক কোভিড আক্রান্ত রাজ্য মহারাষ্ট্রে ৮৯৫ জন করোনায় মারা গিয়েছেন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজারের বেশি মানুষ।
মহারাষ্ট্রের পরে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লিতে সবচেয়ে বেশি সংক্রমণ রয়েছে।
আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে হঠাৎ করে জরুরি অক্সিজেন আমদানি বন্ধ
গত জানুয়ারিতে ভারতের কেরালায় প্রথম করোনাভাইরাস সনাক্ত হওয়ার কথা জানিয়েছিল যেখানে মঙ্গলবার প্রথমবারের মতো ৩০ হাজারের বেশি নতুন সংক্রমণ হয়েছে।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, গত দুই সপ্তাহের মধ্যে রাজ্যের করোনায় সংক্রমন ২৫৫ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন: জুনের আগে করোনা পরিস্থিতির উন্নতি হবে না: বিশেষজ্ঞ মতামত
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় ৩৮১ জন মারা গিয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ১৪৯ জন। রাজধানীতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৯৮ হাজারের বেশি মানুষ। করোনায় আক্রান্তের হার ৩২.৭২ শতাংশ।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ চলছে যা দেশটির জনস্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে।