পাকিস্তান-শাসিত কাশ্মীরে একজন বিশিষ্ট মার্কিন আইনপ্রণেতার সফরের নিন্দা করেছে ভারত।
মার্কিন কংগ্রেসওম্যান ইলহান ওমর বর্তমানে প্রতিবেশি পাকিস্তানে চার দিনের সফরে রয়েছেন। তিনি ইতোমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তার পূর্বসূরি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু তার পাক-অধিকৃত কাশ্মীর সফরের কারণে ভারত বিরক্ত হয়েছে।
আরও পড়ুন: ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি দিল্লিতে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যদি এই ধরনের রাজনীতিবিদ নিজের বাড়িতে তার সংকীর্ণ মানসিকতার রাজনীতি অনুশীলন করতে চান, তবে এটি তার ব্যবসা হতে পারে। তবে এ উদ্দেশ্যে আমাদের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করলে আমাদের ভাবতে হবে।’
কাশ্মীর দীর্ঘকাল ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদের বিষয়। দুই দেশই বিতর্কিত এই ভূখণ্ডের দাবিদার। বিগত ৭০ বছরে দুই দেশই বিতর্কিত ভূখণ্ড নিয়ে কমপক্ষে তিনটি বড় যুদ্ধে লিপ্ত হয়েছে।
৩৯ বছর বয়সী আইনপ্রণেতা ইলহান ওমর মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে মিনেসোটার প্রতিনিধিত্ব করেন।