এটা বড় কিছু না কিন্তু আমাদের কাছে বড় কারণ আমার জীবনে বিজয় কম। সাধারণ মানুষ যেখানে বিজয় পাবে সেটাই জড়িয়ে ধরবে কারণ এটা তার সব। এজন্য এই বিজয়টা চাই কারণ এটা রাজনীতির নয়, খেলার, কোনো দলের নয়। এখানে সবাই এক দলের, আমাদের দলে। আমরা সবাই সেই দলের অংশ। আমাদের এই ফাটা, চেরা, চৌচির সমাজের ভেঙে পড়া চেহারার বদলে কয়েক ঘণ্টা ‘আমরা’ কথাটা বাস্তব হবে। এটা রাজনীতিতে, অর্থনীতিতে কোনো দিন হবে না, ওটা পারবে কোনো যৌথ কিছু, যাতে দলাদলি নেই। যেমন পারবে আমাদের ক্রিকেট দল।
তোষামোদ বনাম গালিগালাজ আর কত?
প্রতিদিন খবর আসে আমাদের পচে যাবার। এসব খবর পড়তে আর ভালো লাগে না। প্রতিদিন খুন, জখম, পরকীয়া, বাটপারি, বেইমানি, ধর্ষণ ছাড়া কোনো খবর প্রায় থাকেই না বললেই চলে। আর আছে কলামবিদ যারা বলে দেশের কোনো আশা নেই, কোনো ভরসা নেই। অথবা বলে এর চেয়ে সোনার দেশ আর হয় না। শুনতে শুনতে ক্লান্তি এসে গেছে সবার। ক্ষমতাবানরা বলে সব ভালো, বিরোধীরা বলে সব খারাপ। সুশীল সমাজ বলে এক দল মানুষ আছে, তারাও বলে এই কথা। এই মাইনকার চিপার মাঝখানে পরে পাবলিক এই ওপর তোলার কোনো কথা জানতে চায় না। সমাজের এই বিভাজন বিশাল। মানুষ আশা করতে চায় কিন্তুই প্রতিষ্ঠানগুলা থেকে নয়, না পক্ষের, না বিপক্ষের। ওপর তোলা ভাবে এক আর পাবলিক ভাবে এক।
আসল কথা হচ্ছে মানুষ নিজের কপালে নিজেই মারে কিন্তু অন্য এসে কিছু ভালো করবে এটা আর ভাবে না। তার আস্থা কম কারো প্রতি, তাই সে নিজে গড়েছে নিজের অবস্থা। যেমন কেউ অভিবাসী শ্রমিকদের অর্জনের ক্রেডিট নিতে পারবে না, ওটা যে যায় তার কৃতিত্ব নিজের। ঠিক তেমনিভাবে যত অর্জন প্রায় সবই সমাজের নিজস্ব। তারা মুরুব্বিদের গালি বা তোষামোদ কোনটাই পাত্তা দেয় না। জিজ্ঞাসা করে, কোন দল করে?
করোনা ও ক্রিকেট
করোনা আমাদের ভীষণ আঘাত করেছে কিন্তু আমরা শেষ হয়ে যাইনি। ভীষণ বিপদে আছি এটা ঠিক কিন্তু কাটিয়ে উঠব। আমরা এটা বারবার করেছি, তালিকা দেবার দরকার নেই এবং শেষ হয়ে যাবার আগে চলতে থাকবো। সাধারণ মানুষ কষ্টে দিশেহারা হয় না, তারা চলতেই থাকে।
এই জন্য আমাদের এই বড় বিজয়টা দরকার কারণ এতে এক দল জিতবে আর অন্য দল হারবে সেটা নেই, সবাই জিতবে। এই বিভক্ত বাংলাদেশে এই জন্য এই ক্রিকেট খেলা ও সিরিজ গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আমাদের এই হারু হারু টিম যারা আমাদের চেয়ে দুর্বল জিম্বাবুয়ে ছাড়া কাউকে হারাতে পারছিল না বেশ কয় দিন ধরে তারাই অস্ট্রেলিয়ার সাথে পারছে। এটা এক অসাধারণ বাস্তবতা যার ঢেউয়ে আমাদের গ্লানি আর পরাজয়-ছোট আর বড়-ধুয়ে যাবে অনেক। আমাদের এক দেশ এক দলে। সেই দেশ আরে দলের নাম বাংলাদেশ। বিজয় চাই, এমন বিজয় যেন হুঙ্কার দিতে পারি, আমরা পারি।
লেখক: এডিটর এট লার্জ, ইউএনবি