বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা সামান্য বার কাউন্সিলের নির্বাচনে ভোট ডাকাতি করে, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে আগামী নির্বাচনে যাচ্ছে না বিএনপি, এটাই চূড়ান্ত। বরং সেই পরিকল্পিত প্রহসনের নির্বাচন জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
আরও পড়ুন: আওয়ামী লীগের সর্বব্যাপী দুর্নীতি অর্থনীতিকে ধ্বংস করছে: ফখরুল
সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় নীলফামারীর সৈয়দপুরে রাজনৈতিক জেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে। দলীয় ফায়দা হাসিলে মত্ত হয়ে জনগণের অধিকার কেড়ে নিয়ে লুট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে একদলীয় বাকশালী শোষণ চালাচ্ছে।
ফখরুল বলেন, বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী লীগ স্বৈরশাসকের জুলুমের ফলে বাক স্বাধীনতা হারিয়ে মানুষ আজ দিশেহারা। এই সরকার স্বেচ্ছাচারিতায় হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে। আর তার খেসারত স্বরূপ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে দেশবাসীকে।
তিনি বলেন, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দিয়ে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে বিনাভোটে ক্ষমতা কুক্ষিগত করে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেপে বসেছে। এই নাভিশ্বাস পরিস্থিতি থেকে উত্তরণে দেশ ও জনবিরোধী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেশকে রক্ষায় ঝাঁপিয়ে পড়তে হবে।
আরও পড়ুন: দমন-পীড়ন ও অপকর্মের বিরুদ্ধে সুশীল সমাজের নীরবতার নিন্দা ফখরুলের