বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দণ্ডপ্রাপ্ত সাংসদ হাজী সেলিমের বিদেশ যাওয়ায় প্রমাণ করে ক্ষমতাসীন দলের কাছে ‘অসহায়’ আদালত।
তিনি বলেন, হাজী সেলিম দুর্নীতির মামলায় আদালতে আত্মসমর্পণ না করেই দেশ ছেড়েছেন। তার নির্বিঘ্ন বিদেশ সফর প্রমাণ করেছে যে আদালত এখন ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীদের কাছে অসহায়।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, সরকার বিচার বিভাগ, প্রশাসনসহ প্রতিটি প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করায় র্যাব-পুলিশ বিরোধীদের যেভাবে হয়রানি করছে আদালতের ভূমিকাও প্রায় একই।
আরও পড়ুন: সাধারণ মানুষের মধ্যে ঈদ আনন্দ নেই: বিএনপি
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছিলেন আইনমন্ত্রী তবে হাজী সেলিম কীভাবে সেই সুযোগটি পেলেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, আইন যদি সবার জন্য সমান হয় তাহলে হাজী সেলিম কোন আইনে চিকিৎসার জন্য বিদেশে গেলেন? কোন সংবিধানে বেগম খালেদা জিয়ার জন্য এক আইন এবং হাজী সেলিমের জন্য আরেক আইনের অনুমতি দেয়া আছে এমন প্রশ্ন তোলেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের প্রতিটি খাতে এখন মধ্যযুগীয় শাসন বিরাজ করছে। যারা মুজিব কোর্ট পরে এবং প্রধানমন্ত্রীর আশীর্বাদ ভোগ করে তারা আইনের ঊর্ধ্বে।
উল্লেখ্য, দুর্নীতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের সাংসদ হাজী সেলিম সম্প্রতি চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন।
আরও পড়ুন: সয়াবিন তেলের সংকটের জন্য সরকারের নিষ্ক্রিয়তাকে দুষছে বিএনপি