বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন দলের প্ররোচনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মামলায় জড়ানো হচ্ছে।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত ছয় দিনে তাদের দলের ৬৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে দলের কর্মসূচিতে হামলায় শতাধিক আহত হয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঠাণ্ডা মাথায় বিএনপিকে চিরতরে নির্মূল করার হুমকি দেন...তার হুমকির পরিপ্রেক্ষিতে পুলিশ, র্যাব ও সোয়াট বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। বিএনপি নেতাকর্মীরা হামলা শুরু করে, নতুন মামলায় গ্রেপ্তার করে।’
মঙ্গলবার বিনা উসকানিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিরোধী দলের শান্তিপূর্ণ রোডমার্চে পুলিশ ও আওয়ামী লীগের ‘বিশেষ ক্যাডাররা’ হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা।
তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের হুমকি আইনশৃঙ্খলা বাহিনীই বাস্তবায়ন করছে, যারা আওয়ামী চেতনাকে লালন করে।’
এমন আপত্তিকর মন্তব্য করায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কেন মামলা করা হলো না, এমন প্রশ্নও তোলেন রিজভী।
তিনি বলেন, ‘বিএনপিকে ঠাণ্ডা মাথায় নির্মূল করা মানেই হত্যাকাণ্ডে লিপ্ত হওয়ার উসকানি। আইনশৃঙ্খলা বাহিনী নীরব কেন?" তার বিরুদ্ধে মামলা নেই কেন?’
আরও পড়ুন: বাংলাদেশ বিমানের এয়ারবাস কেনার সিদ্ধান্তের মূল কারণ কমিশন: ফখরুল
তিনি অভিযোগ করেন, গত ছয়দিনে দেশের বিভিন্ন এলাকায় তাদের দলের নির্ধারিত কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের ‘ক্যাডাররা’ হামলা চালালেও, উল্টো এসব ঘটনায় প্রায় ৫ হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ১৪৮টি মামলা হয়েছে।
এই বিএনপি নেতা আরও বলেন, সরকার অতীতের মতো বাসে আগুন দিয়ে আবারও বিএনপির ওপর দোষ চাপানোর পুরনো নাটক শুরু করেছে।
রিজভী পুলিশ বাহিনীকে দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, মঙ্গলবার দলের ঢাকা দক্ষিণ মহানগরীর রোডমার্চ কর্মসূচির পর সায়েন্স ল্যাব এলাকা থেকে শেখ রবিউল ইসলাম রবি, শাহাদাত হোসেন সৈকত ও রাইসুল ইসলাম চন্দনসহ বিএনপির ৩০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি নেতা আরও বলেন, সরকার আবারও সাজানো নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় থাকার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জনগণের বিরুদ্ধে পুলিশ দিয়ে দেশে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্ষমতাসীন দলের ক্যাডার ও পুলিশের হামলা অব্যাহত রাখলে দেশের মানুষ বসে থাকবে না।
মোবাইলে ছবি দেখিয়ে রিজভী অভিযোগ করেন, মঙ্গলবার সায়েন্স ল্যাব এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার সময় পুলিশ নিজেরাই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড পুড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, ‘এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, এই পুলিশ জনগণের পুলিশ নয়, এরা আওয়ামী লীগের বাহিনীতে পরিণত হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
আরও পড়ুন: আন্দোলন দমন করতে সরকার সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে: ফখরুল