এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে ওই এলাকায় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী। গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
আরও পড়ুন:ভোলা পৌরসভা নির্বাচন: দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নারীসহ আহত ২০
তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হক জানান, অভ্যান্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে শাহাবুদ্দিন নামের এক যুবককে আটক করেছে। তবে এখনো কেউ মামলা দেয়নি।
আরও পড়ুন: চতুর্থ ধাপে পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে
তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান জানান, রবিবার রাত সাড়ে ৯টায় ফজলুল হক দেওয়ান এক রোগীকে দেখতে তজুমদ্দিন হাসপাতালে যান। ওই সময় ১০/১২ জন সন্ত্রাসী হামলা চালিয়ে হাসপাতালের সামনের রাখা ফজলুল হক দেওয়ানের প্রাইভেটকারটি ভাঙচুর করে। এ সময় গাড়ির চালক মামুন ও আওয়ামী লীগ সম্পাদক মো. কামাল হোসেনকে মারধর করা হয়।
আরও পড়ুন:ভোলা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সোমবার সকালে বিক্ষোভসহ সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় এবং মানববন্ধন করে। এসময় ব্যবসায়ীদের দোকান পাট বন্ধ থাকে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে শ্লোগান দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।