বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, কৃত্রিম সংকট তৈরি করে চাল ও বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়া হচ্ছে।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের সমস্যা হল তারা সবকিছুর মধ্যেই একটা অবৈধ মুনাফা চায়। জনগণের সবচেয়ে প্রয়োজন যে খাদ্য, সেই খাদ্যকেও জিম্মি করে তারা মুনাফা লুটতে চায়।’
বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশ যে দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিল তা খাদ্য সংকট নয়, দুঃশাসন ও দুর্নীতির কারণে হয়েছিল। একইভাবে তারা এখন মানুষের অনেক প্রয়োজনীয় খাদ্যশস্য মজুদ করছে। তারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে।
আরও পড়ুন: আ’লীগের লুটেরাদের কারসাজিতে চালের দাম বাড়ছে: বিএনপি
২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এবং ঢাকা মহানগর উত্তর শাখার নেতা শাহাবুদ্দিন শিহাবকে দেখতে রাজধানীর বাসাবো এলাকার হেলথ এইড ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে যান ফখরুল।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, চালের পাশাপাশি গম, আটা, দুধ ও রুটির দাম বেড়েছে।
বিএনপি নেতা বলেন, আমাদের গরীব মানুষ কি করবে? রিকশাচালকদের অধিকাংশই ফুটপাতের দোকান থেকে একটি কলা ও রুটি খায়। সেই রুটির দাম বেড়েছে দ্বিগুণ। চালের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।
আরও পড়ুন: ভয়-ভীতি আমাদের দমন করতে পারবে না: ফখরুল
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় ও খাদ্যদ্রব্যের দাম বাড়ানোর ক্ষেত্রে সরকার নিজেই সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। এর পিছনে রয়েছে তাদের অশুভ কৌশল।
ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভালোবাসায় নয়, সন্ত্রাসের আশ্রয় নিয়ে ক্ষমতায় থাকতে চায়। এটাই তাদের মৌলিক চরিত্র।
তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দল এখন তাদের অধীনে আগামী নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করছে, মানুষকে আতঙ্কিত ও ভয়ভীতি দেখাচ্ছে। বাংলাদেশের জনগণ এবার তাদের সুযোগ দেবে না।
আরও পড়ুন: অর্থপাচারকারীদের জন্য সরকারের দায়মুক্তির পরিকল্পনার সমালোচনা বিএনপির