মানবিক কারণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে বুধবার সরকারের কাছে আড়াই হাজারের বেশি সাংবাদিক আহ্বান জানিয়েছেন।
বিএনপিপন্থী ২ হাজার ৫৮২ জন সাংবাদিকের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি (খালেদা) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের মত অবস্থানে চলে গেছেন। দেশে তাকে চিকিৎসা দেয়ার মতো আর কিছু বাকি নেই।’
তারা বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনের জীবন বাঁচাতে তাকে বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক কারণে অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।’
সাংবাদিকরা বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধানের বক্তব্য গভীর উদ্বেগের বিষয়।
দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী, একজন প্রবীণ নাগরিক, একজন নারী উপরন্তু একজন কারাবন্দীর যথাযথ সুচিকিৎসা পাওয়া ন্যূনতম মানবাধিকারের অংশ।
সাংবাদিকরা বলেন, ‘জাতি হিসেবে তার মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই আমরা তাকে আদালতের মাধ্যমে স্থায়ী জামিনে মুক্ত করে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’
আরও পড়ুন: খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মির্জা ফখরুল
খালেদা জিয়ার সার্বিক অবদান এবং তার বার্ধক্যের এই কঠিন সময়ের কথা বিবেচনা করে সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে তার প্রতি সহানুভূতিশীল আচরণ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
সাংবাদিকরা বলেন, সরকার খালেদার বিদেশে চিকিৎসার ব্যবস্থা নিলে দেশবাসী তা ইতিবাচক হিসেবেই দেখবে।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, আলমগীর মহিউদ্দিন, আমানউল্লাহ, আবুল আসাদ, শওকত মাহমুদ, রেজওয়ান সিদ্দিকী, মোস্তফা কামাল মজুমদার, সালাহ উদ্দিন মোহাম্মদ বাবর, সৈয়দ মেসবাহ উদ্দিন, আবদুল হাই সিকদার, এরশাদ মজুমদার, আমিনুর রহমান সরকার, আল মুজাহিদি, এম আবদুল্লাহ, নুরুল আমিন রোকন, এম এ আজিজ, কাদের গনি চৌধুরী, কামালউদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, মাসুমুর রহমান খলিলি, ইলিয়াস খান, মুরসালিন নোমানী, কাজী রওনক হোসেন, বদিউল আলম, বখতিয়ার রানা ও নুরুদ্দিন আহমেদ প্রমুখ।
আরও পড়ুন: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি স্বাস্থ্যগত নয়, রাজনৈতিক: তথ্যমন্ত্রী