খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে কোটি কোটি মানুষ রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার না করলে কোটি কোটি মানুষ রাজপথে নামবে। তাই, নিজেদের স্বার্থেই দেরি না করে তাকে (খালেদাকে) বিদেশে পাঠানোর ব্যবস্থা নিন।’
রবিবার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।
সমাবেশে তিনি অভিযোগ করেন, সরকার বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে হত্যার চেষ্টা চালিয়ে বাংলাদেশের অস্তিত্বকে ঝুঁকিতে ফেলার ‘ষড়যন্ত্র’ করছে।
এসময় ফখরুল বলেন,‘আমাদের নেত্রীকে মুক্ত করুন, যাতে তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন এবং সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন। অন্যথায়, আপনারা পালানোর পথও খুঁজে পাবেন না এবং আপনাদের অবশ্যই জনগণের আদালতে দাঁড়াতে হবে।’
ফখরুল আরও বলেন, ‘খালেদা জিয়াকে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি স্যাঁতসেঁতে, পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবনে দুই বছরের বেশি সময় ধরে রাখা হয়েছিল, যার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।’
তিনি বলেন,‘এই অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছেছে যে এভারকেয়ার হাসপাতালের ডাক্তার এবং অন্যান্য চিকিৎসকরা বলছেন তাকে বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে না নিয়ে গেলে তার জীবন বাঁচানো কঠিন হবে।’
আরও পড়ুন: খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে কাফনের কাপড় পড়ে ছাত্রদলের মিছিল
ছাত্রদের লাল কার্ড দেখানো
সড়ক বিশৃঙ্খলা রোধে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে মন্তব্য করে ফখরুল বলেন,‘আমি পত্রিকায় দেখেছি, তারা (ছাত্ররা) সরকারকে লাল কার্ড দেখিয়েছে। শিক্ষার্থীরা কেন রাস্তায় নামছে? তার কারণ আপনারা কথা রাখেন নি!’
তিনি আরও বলেন, ‘নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীদের সড়কে শৃঙ্খলা বজায় রাখার আশ্বাস দিয়েছিল সরকার বলে ফখরুল বলেন, আপনারা সঠিকভাবে সড়ক নিয়ন্ত্রণ করতে পারেন না, এটা আপনাদের ব্যর্থতা।’
বিএনপির এই নেতা বলেন,‘জনগণ সরকারের ওপর চরম ক্ষুব্ধ, কারণ কোনো কিছুর ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। মানুষের জীবনের কোনো মূল্য নেই।’
আওয়ামী লীগ এখন বিএনপির ভূতে ভীত
ফখরুল বলেন, ‘ওবায়দুল কাদের বিএনপির ভূত ছাড়া আর কিছু দেখেন না। তিনি সব সময় বিএনপির কথা বলেন। তিনি বিএনপিকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেন।’
বিএনপির এই নেতা বলেন,‘ওবায়দুল কাদের বিএনপির অস্তিত্ব দেখতে না পেলেও দলের ভয়ে সব সময় বিএনপিকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেন।’
তিনি শ্রমিকদলের নেতাকর্মীদের আরও সক্রিয় হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে সহকর্মীদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
আরও পড়ুন: খালেদা জিয়াকে ‘হত্যার’ ষড়যন্ত্র করছে সরকার: ফখরুল
নির্বাচন ব্যবস্থার পরিবর্তন
ফখরুল বলেন, ‘সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করায় সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় বহু মানুষ মারা গেছে।
তিনি বলেন, ‘সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন না হওয়ায় মানুষ ভোট দিতে ভোট কেন্দ্রে যাচ্ছে না।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘বর্তমান নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বর্তমান নির্বাচন কমিশনারকে অপসারণ করাই যথেষ্ট নয় কারণ সরকারকেও সরাতে হবে। জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠার জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।
সরকার উন্নয়নের কথা বললেও সাধারণ মানুষের অবস্থার কোনো উন্নতি হয়নি বলে মন্তব্য করে ফখরুল বলেন,‘বরং দারিদ্রের সংখ্যা দুই কোটি থেকে ছয় কোটি হয়েছে। এ কারণেই আমরা, দেশের মানুষ, ক্ষমতার পরিবর্তন চাই। আর তাই এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।’
প্রসঙ্গত, ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৩ নভেম্বর থেকে বিভিন্ন স্বাস্থ্য জটিলতার জন্য এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত ২৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশে নিয়ে যেতে হবে।
আরও পড়ুন: খালেদা জিয়ার খারাপ কিছু হলে সব দায় সরকারকে নিতে হবে: বিএনপি