বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দলের নেতা-কর্মীরা রাজপথে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া এ দেশের মাটির সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। আমাদের অবশ্যই আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে এবং বিদেশে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। এ জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি।’
খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার অনুমতি প্রদানের দাবিতে দেশব্যাপী গণঅনশন কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী গণঅনশন করেন।
এ সময় তাদের দাবি দ্রুত মেনে না নেয়া হলে সরকার পতনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এ কর্মসূচি থেকে সরকারকে বলতে চাই, আমাদের নেত্রীকে (খালেদা) মুক্তি দিতে দ্রুত ব্যবস্থা নিন এবং চিকিৎসা নেয়ার জন্য তাকে বিদেশে পাঠান। অন্যথায় গণঅনশনের মাধ্যমে আজকে যে কর্মসূচি শুরু হলো তা আপনার পতন নিশ্চিত করবে।’
এ সময় ফখরুল ও দলের অন্যান্য নেতা-কর্মী খালেদা জিয়াকে সম্পূর্ণ মুক্ত না করে এবং বিদেশে চিকিৎসার জন্য না পাঠানো পর্যন্ত ঘরে না ফেরার শপথ নেন।
পরবর্তীতে বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর দেয়া পানি পান করে সাত ঘণ্টার গণঅনশন ভঙ্গ করেন বিএনপি নেতারা।
আরও পড়ুন: খালেদা জিয়াকে জীবন থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে সরকার: ফখরুল