বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
এ সময় ফখরুল বলেন, আমাদের চেয়ারপার্সন গুরুতর অসুস্থ, দেশে তার চিকিৎসা সম্ভব নয়। কিন্তু সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে চায় না। এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, সরকার বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে রাজি হচ্ছে না। কারণ তারা তাকে প্রচণ্ড ভয় পায়।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, মানুষ রাস্তায় নামছে। আমরা বিশ্বাস করি আরও বেশি লোক আমাদের আন্দোলনে শামিল হবে। এবং আমরা অবশ্যই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করতে আরও জোরদার আন্দোলন করতে পারব।
এসময় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তনের জন্য জনগণের সঙ্গে একাত্ম হয়ে রাস্তায় নামার জন্য পেশাজীবীদের প্রতি আহ্বান জানান ফখরুল।
আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য `অপ্রত্যাশিত’: মির্জা ফখরুল
তিনি বলেন, দলের বর্তমান আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য নয়। এটি সমগ্র জাতির মুক্তির আন্দোলন।
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, সরকার ‘দুঃশাসনের’ মাধ্যমে গণতন্ত্র ও জাতির সকল অর্জন ধ্বংস করছে।
তিনি বলেন, এজন্য আমাদের এই ফ্যাসিবাদী, ভয়ংকর দানব আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে হবে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে জনগণের সঙ্গে একজোট হয়ে শক্তিশালী আন্দোলন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আশা প্রকাশ করে বলেন, দেশের ১৮ কোটি মানুষ তার জন্য দোয়া করছেন। আশা করছি খালেদা জিয়া সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরে আসবেন। তবে আমি আপনাদের (বিএনপি) তার (খালেদার) চিকিৎসা ও মুক্তির জন্য যে আন্দোলন শুরু করেছেন তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।
মান্না আরও বলেন, সরকার খালেদা জিয়াকে ক্ষমতায় থাকার বাধা হিসেবে বিবেচনা করে বলেই, তাকে বিদেশে যেতে দিতে চায় না।
আরও পড়ুন: খালেদা জিয়াকে বিদেশে যেতে না দিলে কোটি মানুষ রাজপথে নামবে: ফখরুল