জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে টুঙ্গিপাড়ায় সাত দিনব্যাপী কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
বুধবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এক সভা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এ কর্মসূচি ঘোষণা করেন।
এসময় শেখ সেলিম বলেন, বর্তমান প্রজন্ম সৌভাগ্যবান, তারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন দেখছে। এটা আর কখনও আসবে না।
টুঙ্গিপাড়ায় সাত দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। রাষ্ট্রপতি আবদুল হামিদ সেখানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ইউপি নির্বাচনে আ’লীগ বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ওবায়দুল কাদের
বিকেল ৩টায় আলোচনা সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের উদ্যোগে ১৮ মার্চ, ছাত্রলীগের উদ্যোগে ১৯ মার্চ, শ্রমিক লীগের উদ্যোগে ২০ মার্চ, কৃষক লীগের উদ্যোগে ২১ মার্চ, যুবলীগের উদ্যোগে ২২ মার্চ, যুব মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ২৩ মার্চ, যুব মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ২৪ মার্চ এবং মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৫ মার্চ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) উদ্যোগে ১৯ থেকে ২৫ মার্চ সপ্তাহব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিএনপির নাম জমা না দিলেও দেশের মানুষের কোনো যায় আসে না: তথ্যমন্ত্রী
এছাড়া ১৭ মার্চ সকালে ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, জেলা ও উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
এসময় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য আনোয়ার হোসেন ফরাজী, সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু,
মহিলা লীগের সভাপতি সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিএনপির বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থ পাচারের অভিযোগ জয়ের