তিনি বলেন, ‘আমাদের যে আন্দোলন, গণতন্ত্র ফিরে পাবার আন্দোলন, অধিকার ফিরে পাবার আন্দোলন, মা-বোনদের সম্মান ফিরে পাবার আন্দোলন, কৃষকের ধানের ন্যায্য মূল্য পাওয়ার আন্দোলন, সেই অধিকারকে সংরক্ষণ করার জন্য এই ধানের শীষে ভোট দিয়ে দিনাজপুরবাসীকে এই আন্দোলনে শরীক করি।’
বৃহস্পতিবার দিনাজপুর জেলা শহরের রামনগর মোড়ে ধানের শীষ প্রার্থীর প্রচারণা সভায় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: মহামারিতেও ‘ডাকাতি শাসন ব্যবস্থা’ কায়েম করেছে আ’লীগ: ফখরুল
আ’লীগের বিরাজনীতিকরণ ফরমুলা এখনও চলমান: ফখরুল
মির্জা ফখরুল বলেন, আমাদের বুকে ভয়াবহ একটা পাথর চাপা দিয়ে রেখেছে। আমরা কথা বলতে পারি না, কথা বললে পুলিশ ধরে নিয়ে যায়। দিনাজপুরে বিএনপির অসংখ্য নেতা-কর্মীদের মাসের পর মাস, বছরের পর বছর জেলে রাখা হয়েছে।
তিনি বলেন, ‘মেয়র জাহাঙ্গীরকে ছাড়ে নাই, তাকেও নিয়ে গেছে। আমি বহুবার জেলে গেছি। বেগম খালেদা জিয়া এখনও জেলে আছেন, যদিও তিনি বাড়িতে আছেন তবে গৃহবন্দী আছেন। তিনি বের হতে পারেন না, তার চিকিৎসা হয় না। আমাদের জাহিদ ভাই তার চিকিৎসা করেন ওই পর্যন্তই।’
বিএনপি চেয়ারপার্সনের বিদেশে চিকিৎসা দরকার উল্লেখ করে ফখরুল বলেন, ‘আমাদের নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে নেয়া দরকার। তাকে বাঁচাতে হলে বিদেশে নিয়ে চিকিৎসা করতে হবে। কিন্তু সেই অনুমতি সরকার দেয় না।’
‘মাত্র দুই কোটি টাকার একটি মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে আর হাজার কোটি টাকা লুট করছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখবেন যে দুই হাজার কোটি টাকা, চার হাজার কোটি টাকা নিয়ে গেছে তাদের কিছু হয় না। যত দোষ সব বিএনপির। আবার বলে বিএনপি নাই, বিএনপি নাই তো সারাক্ষণ বিএনপির কথা বলেন কেন,’ বলেন তিনি।
আরও পড়ুন: সরকার প্রতিটি ক্ষেত্রে পরিকল্পনা করে ‘চুরি’ করছে: ফখরুল
বাংলাদশ ‘হাইব্রিড রেজিমের’ দেশে পরিণত হয়েছে: ফখরুল
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গত মাসের মধ্যে প্রায় ২০০ মানুষকে আটক করেছে বলে ফখরুল অভিযোগ করেন।
তিনি বলেন, ‘সত্য কথা বললে আটক করে, তাদের বিরুদ্ধে মামলা দেয়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা আগে বলতাম আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, এখন আমার ভোট আমি দেব-তোমার ভোটটাও আমি দেব। এই অবস্থার পরিবর্তন করতে হবে।’
এ সময় মির্জা ফখরুল ইসলাম দিনাজপুর পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের হাতে ধানের শীষ তুলে দিয়ে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, দিনাজপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন দুলাল, খালেকুজ্জামান বাবু, হাসানুজ্জামান উজ্জ্বল, আখতারুজ্জামান জুয়েল প্রমুখ বক্তব্য দেন।