বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভ্যাকসিন নিয়ে সরকার লুটপাট করছে বলে বিএনপি মহাসচিবের মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘করোনা মহামারিকে যেভাবে প্রধানমন্ত্রী নেতৃত্ব দিয়ে মোকাবিলা করেছেন তার প্রশংসা সর্বমহলে প্রশংসা করেছে। কিন্তু তারা মনে করেছিল, এ করোনা মহামারি সরকার সঠিকভাবে মোকাবিলা করতে পারবে না।’
আরও পড়ুন: সংস্কৃতিচর্চা নতুন প্রজন্মকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ থেকে দূরে রাখবে: তথ্যমন্ত্রী
‘তারা প্রথম থেকে আশঙ্কা প্রকাশ করেছিল বা ধারণা করেছিল এবং হয়তো প্রার্থনাও করেছিল, এ করোনা মহামারিতে যেন ব্যাপক লোক ক্ষয় হয় এবং দেশে অরাজক পরিস্থিতির তৈরি হয় কিন্তু সেটি হয়নি। সেটি না হওয়াতে তারা প্রচণ্ড হতাশ হয়েছে,’ বলেন মন্ত্রী।
বিএনপি একটি ভুল সংবাদের পরিপ্রেক্ষিতে দেশে সঠিক সময়ে ভ্যাকসিন আসছে না বলে গুজব রটিয়েছিল জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘সঠিক সময়ে ভ্যাকসিন আসছে। বিনামূল্যে ২০ লাখ ডোজও পাচ্ছি উপহার হিসেবে।’
‘লুটপাটের দলতো বিএনপি। সে জন্য সবকিছুতে লুটপাট দেখার চেষ্টা করে,’ বলেন তিনি।
আরও পড়ুন: বিএনপির বক্তব্য ‘নাচতে না জানলে উঠান বাঁকা’র মতো: তথ্যমন্ত্রী
স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশ থেকে নির্মূল হয়নি: তথ্যমন্ত্রী
বুদ্ধিজীবী হত্যার নীলনকশা এঁকেছিল জামায়াতে ইসলামী: তথ্যমন্ত্রী
পদ্মা সেতু নিয়ে বিরূপ মন্তব্যকারীরা আশাহত হয়েছে: তথ্যমন্ত্রী
সরকার নীতিমালার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করবে জানিয়ে মন্ত্রী বলেন, যারা ফ্রন্ট লাইন যোদ্ধা তারাই আগে পাওয়ার অধিকার রাখে। এ ব্যাপারে চিন্তা ভাবনা করে যাদের আগে দেয়া প্রয়োজন তাদের আগে দেয়া হবে।
পৌর নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় দেখা গেছে আমাদের প্রার্থীর বিরুদ্ধে অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এটি যে খুব ব্যাপক তা নয়। তবে যারা দলে থেকেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী অতীতেও ব্যবস্থা নেয়া হয়েছে, এখনো নেয়া হবে। আর যারা দলীয় গুরুত্বপূর্ণ পদে থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন তাদের বিরুদ্ধে অতীতে ব্যবস্থা নেয়া হয়েছিল, তাদের দলীয় পদবী কেড়ে নেয়া হয়েছিল। এখনো দলীয় গঠনতন্ত্র অনুযাযী আলাপ আলোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘পৌরসভার প্রথম ধাপে বিএনপি দুটিতে এবং দ্বিতীয় ধাপে চারটিতে জয়লাভ করেছে। সে অনুযায়ী বলাই যায় আমাদের সংগঠন অত্যন্ত মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এবং ব্যাপক জনসমর্থন আছে।’