তিনি বলেন, ‘অনেকে একটি প্রশ্ন করেন যে কেন আমরা নির্বাচনে যাচ্ছি। প্রথমত, আমি বলতে চাই যে আমরা যখন ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিলাম তখন বলা হয়েছিল আমরা ভুল করেছি। কিন্তু আমরা ২০১৪ সালে যে ভুল করিনি তা প্রমাণ করতে ২০১৮ সালের নির্বাচন করেছি। কারণ আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
এক আলোচনা সভায় বিএনপি নেতা আরো বলেন, ‘এখন, আবার আমাদের প্রশ্ন করা হয়েছে যে কেন আমরা সিটি করপোরেশন নির্বাচনে যাচ্ছি। আমি বলতে চাই, আমরা নির্বাচনে যাচ্ছি এটা আবারো প্রমাণ করতে যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।’
নির্বাচন কমিশনের (ইসি) ওপর আস্থা না থাকার পরও বিএনপির সিটি নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রশ্ন প্রসঙ্গে মির্জা ফখরুল এসব কথা বলেন।
জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা নিজে স্বীকার করেছেন যে তাদের কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারেনি। আরেক কমিশনার মাহবুব তালুকদার পরিষ্কারভাবে বলেছেন এ ইসি সুষ্ঠু নির্বাচন আয়োজনের যোগ্য নয়।