গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ‘পুনরুদ্ধার’ করতে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা প্রণয়নে আজ (মঙ্গলবার) বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির পরিকল্পিত আলোচনা শুরু হবে।
মঙ্গলবার গুলশানে দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
প্রথম দিন বিকাল ৫টায় তোপখানা রোডের কার্যালয়ে নাগরিক ঐক্যের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।
বিএনপির এই নেতা জানান, সোমবার রাতে তাদের দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতু আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়: বিএনপি
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (মঙ্গলবার) আমরা আলোচনা শুরু করছি।’
তিনি বলেন, তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করবেন।
বিএনপির এই নেতা বলেন, নাগরিক ঐক্যের সঙ্গে আজকের বৈঠকের পর পর্যায়ক্রমে অন্যান্য বিরোধী দলের সঙ্গে বসবেন তারা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি শুধু জোটের শরিকদের সঙ্গে নয়, অন্য সব রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করবে।
আরও পড়ুন: খালেদা জিয়া সম্পর্কে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপির
জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করবেন কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তারা জামায়াতসহ সব দলের সঙ্গে কথা বলতে চান।
২০ দলীয় জোটের অস্তিত্ব নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা এখনো ২০ দলীয় জোট বিলুপ্ত করেননি। ‘আমরা আলোচনার মাধ্যমে জোটের ভবিষ্যৎ চূড়ান্ত করবো।’