সাবেক অর্থমন্ত্রী ও জ্যৈষ্ঠ আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার পালিত হবে।
যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের উদ্দ্যেশ্যে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- তার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন।
এছাড়া বেলা ১১টার দিকে কিবরিয়ার পরিবার পক্ষ থেকে বনানী কবরস্থানের তার কবর প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
কিবরিয়া হত্যা মামলায় ন্যায় বিচারের দাবিতে সেখানে একটি মানববন্ধন কর্মসূচিও পালন করবেন তার পরিবার।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজার এলাকায় আওয়ামী লীগের এক জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন শাহ এ এস এম কিবরিয়াসহ পাঁচজন এবং আহত হন অন্তত ৪৫ জন।
এ ঘটনায় ওই দিনই রাতে দুটি মামলা করা হয়।
হামলার ১০ বছর পর ২০১৫ সালের সেপ্টেম্বরে এ হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হয়।
২০১৫ সালে হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৩২ জনকে আসামি করা হয়।
বর্বর এ হামলার ঘটনার ১৭ বছর পার হলেও দুই মামলার তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
আরও পড়ুন: সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার ১৬ বছরেও শেষ হয়নি বিচারকাজ
কিবরিয়া হত্যা: পাঁচ বছরে সাক্ষ্য দিল মাত্র এক-চতুর্থাংশ সাক্ষী