সোমবার বেলা সাড়ে ১১টায় আমিনবাজারের হিজলা মহল্লায় ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্বাচনী প্রচারণার সময় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে আমিনবাজারের হিজলা মহল্লায় ইরফান ইবনে আমান নেতা-কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন। এসময় আমিনবাজারের স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কেরাণীগঞ্জ মডেল থানা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার রাসেল শুভসহ বিএনপির চার নেতা-কর্মীকে আটক করে।
এ বিষয়ে ইরফান ইবনে আমান বলেন, ‘পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামী লীগ নেতা আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখিল খন্দকার ও আওয়ামী লীগ নেতা রকিব আহম্মেদের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী আমাদের ওপর হামলা চালায়। এতে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন। এছাড়া বিএনপি সমর্থকদের তিনটি মোটরসাইকেল ও চারটি হায়েচ গাড়ি ভাঙচুর করে তারা।’
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে বিএনপির চার নেতা-কর্মীকে আটক করা হয়েছে।’