দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অভিযোগে স্থানীয় পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
রবিবার(৩১ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন- বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সহসভাপতি বাবুল সরকার, সদস্য ইউনুস শিকদার ও এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার।
আরও পড়ুন: লিফলেট বিতরণ-গণসংযোগ বৃহস্পতিবার পর্যন্ত বাড়িয়েছে বিএনপি
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের ঈগলের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় রাজ্জাক মন্ডলকে সাময়িক বরখাস্ত এবং স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আবদুল্লাহ আল মামুনের কাঁচি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার করায় চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: ২০২৪ সালে শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে: বিএনপি