রাজধানীর নয়াপল্টনে সমাবেশের বিষয়ে স্পষ্টতই নিজেদের অবস্থান নরম করে বিএনপি বলেছে, সরকার ১০ ডিসেম্বর দলের সমাবেশের জন্য উপযুক্ত ও বিকল্প কোনো স্থান নিয়ে আসলে তারা বিবেচনা করবে।
তবে, সরকারকে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিকে কেন্দ্র করে অহেতুক নৈরাজ্যকর ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অভিযোগ করেছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের ঢাকার সমাবেশ হবে সবচেয়ে সফল ও শান্তিপূর্ণ। তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাই আমাদের কর্মসূচিকে অন্য দিকে মোড় নিয়ে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না করার জন্য।’
রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, সমাবেশকে কেন্দ্র করে কোনো অরাজক ও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হলে তার জন্য সরকার দায়ী থাকবে।
আরও পড়ুন: আওয়ামী লীগ ক্ষমতা হারানোর দুঃস্বপ্ন দেখছে: ফখরুল
তিনি আবারও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধ এবং সুবিধাজনক ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, শনিবার তাদের দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে জনসভা করার বিকল্প প্রস্তাব নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘যদি আমরা বিকল্প কোনো উপযুক্ত স্থান পাই তাহলে আমরা বিবেচনা করব, তবে সেটা সোহরাওয়াদী উদ্যান বা তুরাগ তীরে হওয়া উচিত নয়।’
আরও পড়ুন: আইজিপির কাছে ‘গায়েবী’ মামলার প্রতিকার চাইল বিএনপি
ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের পাঁয়তারার অভিযোগ