রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার দাড়িয়াপুর পীর সাহেবের মাজারের সামনে ব্রিজের ওপর থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক মেহেদী হাসান লিমন (২৫) উপজেলার দাড়িয়াপুর এলাকার লিটন মোল্যার ছেলে।
আরও পড়ুন; সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক
এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে লিমনকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে।
সার্বিক চিত্র:
সদ্য সমাপ্ত ২০২০ সালে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৭৩৮ কোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বের পর্যন্ত চালানো বিভিন্ন অভিযানে মাদকপাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩ হাজার ৫৯৪ জনকে আটক করেছে বিজিব।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে অবৈধভাবে সীমান্ত পার করার জন্য ৪৬ বাংলাদেশি, ১৩ ভারতীয় এবং পাঁচজন নাইজেরিয়ার নাগরিককে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১৩ জুয়াড়ি আটক
বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো শরিফুল ইসলাম জানান, জব্দ করা মাদকের মধ্যে প্রায় এক কোটি ৮ লাখের ইয়াবা ট্যাবলেট, ৫ লাখ ৩৫ হাজার বোতল ফেনসিডিল, এক লাখ ১৫ হাজার বোতল বিদেশি মদ, ৬ হাজার ৩৩৯ লিটার বাংলা মদ, ১০ হাজার ৪১৬ ক্যান বিয়ার, ৬২৪ কেজি মারিজুয়ানা, ২২ কেজি ১৭ গ্রাম হেরোইন, ৬৪ হাজার ১৬৯টি সেনেগ্রা ট্যাবলেট, ৪৬ হাজার ৬২১টি উত্তেজক ইনজেকশন এবং ৩০ লাখ ২৩ হাজার অন্যান্য ট্যাবলেট রয়েছে।
রও পড়ুন: চট্টগ্রামে সিআইডি কর্মকর্তার কোটিপতি স্ত্রী বিএনপি নেত্রী কারাগারে