আরও পড়ুন: শৈত্যপ্রবাহে কাঁপছে কুড়িগ্রাম, সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি
সোমবার কুড়িগ্রামে সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ফারাজীপাড়ার কৃষক আবুল হোসেন ও মোজাহার আলী জানান, তীব্র্র শীতের কারণে কাজের জন্য বের হওয়া যাচ্ছে না।
একই গ্রামের ফাতেমা বেগম, লাইলি ও আনোয়ারা জানান, ঠান্ডায় রাতে ঘুম হয় না। শিশুরা সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। রাতভর বৃষ্টির মতো শিশির ঝরছে। প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে যারা কাজে বের হয়েছেন, তাদের অবস্থা জবুথবু। প্রয়োজন ছাড়া খুব একটা ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষ। ফলে কর্মহীন অবস্থায় রয়েছেন শ্রমজীবীরা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে ভুগছেন তারা।
আরও পড়ুন: প্রচণ্ড শীতে চরম দুর্ভোগে কুড়িগ্রামের মানুষ
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, সরকারিভাবে শীতার্তদের জন্য ৫৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও বেসরকারিভাবে বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: মৃদু শৈত্যপ্রবাহের কবলে পুরো কুড়িগ্রাম
চলমান এই আবহাওযার কারণে জেলায় আলু ও বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক জানান, তীব্র শীত ও কুয়াশার কারণে আলু খেতের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলেও আগাম স্প্রের কারণে ক্ষতির সম্ভাবনা কমে গেছে। এছাড়াও শীতের কারণে সাময়িকভাবে বীজধান রোপণে কিছুটা বিলম্ব হলেও তাতে কোনো সমস্যা হবে না। শীত কেটে গেলে টার্গেট পূরণ হবে। চলতি বছর জেলায় ১ লাখ ১২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এবার প্রায় ৬০ হেক্টর জমিতে হাইব্রিড বীজধান লাগানো হচ্ছে বলে তিনি জানান।
আরও পড়ুন: শীতজনিত রোগে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৭২৬
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, হঠাৎ করেই কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সোমবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে রেকর্ড করা হয়। এই অবস্থা আরও ৩-৪দিন থাকতে পারে বলে তিনি জানান।
আরও পড়ুন: কুড়িগ্রামে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে
এদিকে, রবিবার সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।