কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকাল ১০ টায় লাকসাম-নোয়াখালী রেললাইনের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাকছুদুর রহমান (৬৫), হাবিবুর রহমান ও মহিফুল বেগম। নিহতরা সবাই উত্তর হাওলা গ্রামের বাসিন্দা।
এসময় গুতর আহত অবস্থায় সিএনজি চালক মো শহিদ মিয়াকে হাসপাতালে নেয়া হয়।
আরও পড়ুন: চুয়াডাঙায় মোটরসাইলেক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস সকাল ১০ টার দিকে খিলার তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পাশ্ববর্তী পুকুরে গিয়ে পড়ে। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এরপর সিএনজি চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, তিনজন নিহত হয়েছে খবর পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। পরে বিস্তারিত বলতে পারবো।
আরও পড়ুন: বরগুনায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত