কুমিল্লায় স্ত্রী হত্যার ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামি স্বামীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার মো. ইকবাল হোসেন অলিপুর গ্রামের কাজি আবদুল হাকিমের ছেলে ও পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর শাকতলায় কোম্পানি কার্যালয়ে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ৬
তিনি জানান, গত ২৪ এপ্রিল কুমিল্লা জেলার কোতোয়ালি থানার কালিরবাজার ইউনিয়নের মস্তাপুর এলাকার পাহাড়ের পাদদেশে পড়ে থাকা হাত মুখ বাঁধা ফারজানা বেগম (২৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানার সাত জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে মিডিয়ায় সংবাদ প্রচার হলে র্যাব ১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ২ এর গোয়েন্দারা সোমবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন জনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।
আরও পড়ুন: রাজধানীতে অনলাইন প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, র্যাব এর একই কোম্পানির অপর একটি অভিযানিক দল তথ্যের ভিত্তিতে একই দিন রাতে ঢাকার সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় প্রধান আসামি স্বামী মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।