তিনি ঢাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে কাজ করতেন।
সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ি জেলা সদরের গুগড়াছড়ি এলাকার একে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শনিবার তিনি ঢাকা থেকে অন্য সহকর্মীদের সাথে খাগড়াছড়িতে আসেন। পরে অন্য পাঁচজনের সাথে তিনি ওই বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে ছিলেন।
খাগড়াছড়ি জেলা সিভিল বার্জন নুপুর কান্তি দাশ জানান, ওই যুবকের অসুস্থতার কথা জানিয়ে অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য ফোন করা হলে গাড়ি পাঠানো হয়। কিন্তু অ্যাম্বুলেন্স যাওয়ার আগেই সে মারা যায়। তবে তার শরীরে জ্বর, কাশির কোনো লক্ষণ ছিল না।
খাগড়াছড়ি ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্মে মারমা বলেন, রাতে ওই যুবক অন্যদেরকে তার পেট ব্যথার কথা জানিয়েছিল।
খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমা জানান, করোনা আক্রান্ত সন্দেহে ওই যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। আপাতত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ধরে নিয়েই নিরাপত্তা নিশ্চিত করে দাহক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ২ হাজার ১৪৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।