খুলনায় ৫৫ বছর বয়সী এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় মঙ্গলবার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
২৭ আগস্ট রাত ১০টার দিকে খুলনার দৌলতপাড়া উপজেলার বণিকপাড়া এলাকায় বাড়ির পাশে পানি আনতে বের হওয়ার পর নিখোঁজ হন রহিমা খাতুন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সোমবার রাতে রহিমার দ্বিতীয় স্বামী বেলাল হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয় এবং পরে তার সন্তানদের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে এই মামলায় আরও পাঁচজন- মহিউদ্দিন, পলাশ, জুয়েল, হেলাল শরীফ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: খুলনার রহিমা খাতুনের খোঁজ ১৫ দিনেও মেলেনি
ওসি বলেন, এদের মধ্যে বাদী মামলার জবানবন্দিতে চারজনকে অভিযুক্ত করে।
ওসি নজরুল বলেন, পুলিশের পাশাপাশি র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও বিষয়টি তদন্ত করছে।
ওসি বলেন, ‘২৭ আগস্ট রাত ১০টার পর যোগীপোল এলাকায় রহিমার মোবাইল ফোন চালু থাকলেও ট্র্যাক করার আগেই তা বন্ধ হয়ে যায়।’
রহিমার মেয়ে মরিয়ম হান্নান সোমবার এক ফেসবুক পোস্টে বলেন যে তার মা গত ১৭ দিন ধরে নিখোঁজ। যদিও প্রশাসন দাবি করেছে যে তারা তাকে খুঁজে বের করার জন্য কাজ করছে। আমি ঘুমাতে যাই বা খেতে যাই, প্রতি মুহূর্তে মায়ের মুখ আমার মনে আসে। তিনি অবশ্যই আশা করছেন যে তার সন্তানরা তাকে শিগগিরই খুঁজে পাবে।
আরও পড়ুন: নিখোঁজ মাকে ফিরে পেতে ৬ সন্তানের আকুতি