গাজীপুর সদর উপজেলায় একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামের সালেক টেক্সটাইল মিলসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আমানত শাহ্ গ্রুপের ফায়ার অ্যান্ড সেফটি অফিসার আমিনুল ইসলাম জানান, আগুনে কারখানার উইভিং সেকশন পুরোপুরি পুড়ে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
কারখানাটির অ্যাডমিন ম্যানেজার নেকমত হোসেন রুবেল জানান, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে শিশুসহ ৭ জনের মৃত্যু
এদিকে, সাভারের আশুলিয়ায় ভয়াবহ আগুনে একটি ঝুটের গোডাউন পুড়ে গেছে।
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বেরণ এলাকার ব্যবসায়ী আকবর হোসেন মৃধার ঝুটের গোডাউনে শনিবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে ওই ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। এ সময় আগুনে পুরো ঝুটের গোডাউনটি পুরে যায়। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: রাজশাহীতে তুলার গোডাউনে আগুন
ফায়ার সার্ভিস জানায়, কীভাবে ওই ঝুটের গোডাউনে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আগুনে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঝুটের গোডাউনের মালিক আকবর হোসেন মৃধা।
আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন:উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন