বুধবার রাত ৯টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তৈয়ারপাড়া এলাকায় তাকে কুপিয়ে আহত করার পর রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন:নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
নিহত মো. বেলাল উদ্দিন (৪৮) খাগরিয়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে ও সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আরও পড়ুন:কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কুমিল্লায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে নারীকে কুপিয়ে হত্যা
যশোর ও নড়াইলে ২ জনকে কুপিয়ে হত্যা
খাগরিয়া ইউনিয়ন যুবলীগ নেতা হাছান মাহামুদ জানান, বেলাল স্থানীয় বাজার থেকে বাড়িতে ফেরার সময় তৈয়ারপাড়া এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ১০-১২ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। এরপর তাকে উপর্যুপরি কুপিয়ে ও ছুরিকাঘাত করে। বেলালের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বেলালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দোহাজারী পৌরসভার ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে নামাজরত মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘খাগরিয়ায় আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতের খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। এরই মধ্যে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।’