চট্টগ্রামের চন্দনাইশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাহেদ হোসেন আওয়াল (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বুধবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়াল মারা যান।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌরসভার জোয়ারা ফকিরপাড়া এলাকায় তিনজনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
নিহত আওয়াল চন্দনাইশ পৌর এলাকার চৌধুরীপাড়ার জাহাঙ্গীর চৌধুরীর ছেলে। সে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের ৭ বছরের কারাদণ্ড
আহত দুজন হলেন- রায়হান হোসেন তানেল (২২) এবং ইয়াসিন আরাফাত সাগর (১৬)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আওয়ালের মৃত্যুর পর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান চন্দনাইশ থানা পুলিশ। এসময় পুলিশের উপপরিদর্শক অজয় চক্রবর্তী বলেন, ‘কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তে ঘটনাস্থলে এসেছি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরণ জানার চেষ্টা করছি।’
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে বুধবার রাতে আওয়াল নামে ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’