চাঁদপুরের হাজীগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দুপুরে মা, সন্ধ্যায় ছেলের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার ৮ নম্বর হাটিলা (পূর্ব) ইউনিয়নের লাওকোরা গ্রামের কাজী বাড়িতে উপসর্গসহ এমন আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, উপজেলার লাওকোরা গ্রামের কাজী বাড়ির মৃত আমির হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৬০) কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও গলাব্যাথায় ভুগছিলেন। হাসপাতালে নেওয়ার আগেই সোমবার দুপুরে নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন। সন্ধ্যায় মমতাজ বেগমকে দাফন করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে নারী করোনা রোগীর ‘আত্মহত্যার’ চেষ্টা!
মমতাজ বেগমের দাফনের কিছুক্ষন পরেই তার বড় ছেলে সোহাগ মিয়া (৪২) এর শ্বাসকষ্ট বেড়ে গেলে উপজেলা হাসপাতালে নিলে পরীক্ষা করে হাজিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মায়ের পর ছেলে সোহাগের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের মাতম দেখা যায় এবং গ্রামবাসীর মাঝে করোনা আতংক বেড়ে যায়।
আরও পড়ুন: চাঁদপুরের করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ
স্থানীয় ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান দুলাল মির্জা মৃত্যুর সংবাদ নিশ্চিত করে শোক প্রকাশ করেন। তিনি ইউনিয়নবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারে আহবান জানান।