চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে রবিউল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
রবিবার (৪ জানুয়ারি) সদর উপজেলার জহুরপুর টেক সীমান্তে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি রবিউলের মৃত্যুর বিষয়ে জানালেও কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি।
নিহত রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
রবিউলের পরিবারের দাবি, শনিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রবিউল। পরে তারা জানতে পারেন, অবৈধভাবে ভারতে গেলে বিএসএফের হাতে তিনি ধরা পড়েন এবং তাদের নির্যাতনে মারা যান।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, রবিবার বিকেলে রবিউলের বাবা ঘটনাটি বিজিবিকে জানান। এরপর সন্ধ্যায় এ ব্যাপারে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসএফ জানায়, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে রবিউলসহ ৪-৫ জন ভারতে অনুপ্রবেশ করে। প্রায় দুই কিলোমিটার ভারতের ভেতরে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও রবিউল ইসলামকে ধরে ক্যাম্পে নিয়ে যান বিএসএফ সদস্যরা। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কাজী মুস্তাফিজুর রহমান আরও জানান, ভারতে রবিউলের মরদেহ ময়নাতদন্ত হবে, এরপর তা ফেরত দেবে বলে জানিয়েছে বিএসএফ। তবে কীভাবে রবিউলের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।