পরিচ্ছন্নতা কর্মীদের নিয়োগে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন, চাকরির ক্ষেত্রে হরিজন ও দলিতদের ৮০ শতাংশ কোটার ব্যবস্থা নিশ্চিত ও হরিজন জনগোষ্ঠীর আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে হরিজন ও দলিত সম্প্রদায়।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক ও শিক্ষা অফিসার বরাবর একটি স্মারকলিপি পেশ করে হরিজন ও দলিত সম্প্রদায়।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা কমিটির আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, মানবাধিকার কর্মী এ্যাড. জাহিদ ইকবাল, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, রুনা লায়লা, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা ম্যানেজার ঝর্না বেগম, হরিজন ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু বাসফোর প্রমুখ।
বক্তারা সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ৮০ ভাগ কোটার বাস্তবায়ন, শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে হরিজন ও দলিতদের ৮০ শতাংশ কোটার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
এছাড়াও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে হরিজন ও দলিত শ্রেণির জনগোষ্ঠীর আবাসনের ব্যবস্থা করার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।