করোনাভাইরাস সংক্রমণ এড়াতে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। তবে অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত সার্ভিস ট্রলারগুলো স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: সেন্টমার্টিন রক্ষায় সবার সহযোগিতা চাইলেন পরিবেশমন্ত্রী
অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয় (বিআইডব্লিউটিএ) টেকনাফে স্টেশনের সমন্বয় কর্মকর্তা আমজাদ হোসেন জানান, গত বছরের ১২ নভেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য বিভিন্ন মেয়াদে আটটি জাহাজকে অনুমোদন দেয়া হয়েছিল। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অনুমতি থাকলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, স্বাভাবিকভাবে প্রতিবছর ৩১ মার্চ পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল করে থাকে। এই সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়। কিন্তু করোনার কারণে এবার স্বাভাবিক নিয়মে ১ এপ্রিল থেকে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে।