নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত এবং চার জন আহত হয়েছেন। জেলার সিংড়া ও লালপুর উপজেলায় রবি ও সোমবার এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল আজিজ (৩০), আব্দুল কুদ্দুস (৪০), আওলাদ হোসেন (১৮)। তবে তাৎক্ষণিভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আকতার জানান, সকালে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম মুচিপাড়া এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচরে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ইজি বাইক চালক আব্দুল আজিজ নিহত হন। এ ঘটনায় স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে যাত্রী আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়।
হতাহতরা ইজিবাইকে করে গরু কিনতে হাটে যাচ্ছিলেন বলে জানায় হতাহতদের পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: বালি বোঝাই ট্রাক উল্টে চাঁপাইনবাবগঞ্জে নারী নিহত
এদিকে, রবিবার রাতে লালপুর উপজেলার চাঁদপুর এলাকায় মাটিবাহী ট্রাক্টর উল্টে আওলাদ হোসেন নামে চালকের সহকারী নিহত হন। এই দুর্ঘটনায় চালকসহ আরও দুজন আহত হন।
উভয় দুর্ঘটনায় আহত চার জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।