করোনা মহামারীর কারণে সারাদেশে দূর পাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে। এ অবস্থায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঈদে ঘরমুখী যাত্রীবাহী পরিবহনে নিয়োজিত প্রায় দুই শতাধিক গাড়ি আটক করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর প্রবেশদ্বার সিটি গেইট এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাড়ি আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।
আরও পড়ুন: চট্টগ্রামে ৫ মে থেকে গণপরিবহন চলাচলের ঘোষণা
আটককৃত গাড়ির মধ্যে বাস, যাত্রী পরিবহণকারী ট্রাক, মাইক্রোবাস হাইস ও প্রাইভেট কার রয়েছে।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি শ্রমিকদের
পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নানা কৌশলে রাতের আঁধারে, ভোরে চট্টগ্রাম নগরী ছাড়ছে অন্য জেলার মানুষ। তাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় নজরদারি বাড়িয়েছে ট্রাফিক পুলিশ।
আরও পড়ুন: করোনায় সড়কে গণপরিবহনের যাত্রা শুরু
সিএমপির ট্রাফিক বিভাগের (পশ্চিম) সহকারী কমিশনার মো: মমতাজ উদ্দিন জানান, সিএমপির ট্রাফিক (পশ্চিম) বিভাগের উপ-কমিশনার তারেক আহমেদের নেতৃত্বে করোনা মহামারীর সংক্রমণ রোধ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে আন্তঃজেলা বাস, যাত্রীবোঝাই পণ্যবাহী গাড়ি আটক করা হচ্ছে সিটি গেটে। সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার দুপুর পর্যন্ত দুই শতাধিক গাড়ি আটক করা হয়েছে।