বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এবং ট্রাইব্যুনাল-২ থেকে এই রায় দেয়া হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
দণ্ডপ্রাপ্তরা হলেন ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সাতজান এলাকার ইয়াসিন আলীর ছেলে মকবুল হোসেন ও মতিয়ার রহমানের ছেলে হালিমুর রহমান এবং সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সোনাখুলি গ্রামের বড়বাড়ি এলাকার জসর উদ্দিনের ছেলে আজগর আলী।
আরও পড়ুন: মানিকগঞ্জে ইউপি সদস্য হত্যা, নারীসহ ৫ জনের মৃত্যুদণ্ড
আদালত সূত্র জানায়, মকবুলকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং হালিমুর ও আজগরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ড দেয়া হয়।
আরও পড়ুন: ফেনীতে বিদ্যালয়ের নৈশপ্রহরী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ট্রাইব্যুনাল-২-এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আল মাসুদ আলাল জানান, ২০১৩ সালের ২৯ আগস্ট রাতে আব্দুল গনির মেয়ে মৌসুমি নিখোঁজ হন। পরদিন সকালে তিস্তা নদীর পাড়ে তার লাশের সন্ধান পাওয়া যায়। এ ব্যাপারে ধর্ষণ ও হত্যা মামলা হলে চার আসামির মধ্যে মকবুল ও হালিমুরকে দণ্ড প্রদান এবং ছোবদুল ও মোমিনুর রহমানকে খালাস দেন ট্রাইব্যুনালের বিচারক মাহমুদুর রহমান।
আরও পড়ুন: রাজধানীতে বউ-ছেলেকে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
অন্যদিকে, ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি রামেন্দ্র বর্ধণ বাপ্পী জানান, ধর্ষণের অভিযোগে ২০০৫ সালের ১৩ অক্টোবর শ্বশুর আজগরের আবিরুদ্ধে মামলা করেন ছেলে মোকছেদুল ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানা। মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আজগরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনালের বিচারক আহসান তারেক।