ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সাথে বালুভর্তি একটি ট্রাক্টরের ট্রলির সংঘর্ষর ঘটনা ঘটেছে।
সোমবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আখানগর রেল স্টেশনের কাছে এই দুর্ঘটানা ঘটে। সংঘর্ষে বালুভর্তি ট্রলিটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন: খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
ঠাকুরগাঁওে রোড রেল স্টেশন মাস্টার মো. আখতারুজ্জামান জানান, পঞ্চগড় আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ঠাকুরগাঁও রোড রেল স্টেশন ছেড়ে যায় সকাল সোয়া দশটায়। সাড়ে দশটায় আখানগর স্টেশন অতিক্রম করার পর কাঁচা রাস্তা দিয়ে হঠাৎ বালুভর্তি ট্রাক্টরটি উঠে যায়। ট্রেনটি সজোরে ট্রাক্টরের পিছনের ট্রলিটিকে আঘাত করে ও ট্রলিটি ছিটকে পাশের খাদে উল্টে পড়ে।
আরও পড়ুন: ক্যাটেল স্পেশাল ট্রেনে রাজধানীতে পৌঁছাল ৮০০ গরু
উল্লেখ্য ওই স্থানে কোনও গেটম্যান থাকেনা। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও, বেশকিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।