ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা ও মাটিবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কিশোর অটোরিকশাচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফেনীর আমিনবাজার সড়কের সুলতানপুরে বিদ্যুতের সাবস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
নিহত কিশোর মো. লিমন (১৪) ফেনী পৌরসভার সুলতানপুর এলাকায় মামা মো. জসিম উদ্দিনের বাড়িতে থাকতেন এবং তার পৈতৃক বাড়ি খুলনায়।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ফেনী শহরের কলেজ থেকে যাত্রী নিয়ে উপজেলার আমিনবাজারের দিকে যাচ্ছিল লিমন। পথে সুলতানপুরে বিদ্যুতের সাবস্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক মো. লিমন ও তিন যাত্রী মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত
ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক্টর পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত তিনজনের মধ্যে একজনকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি দুইজন ফেনী সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫