বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা ১০ হাজার ৪৯৪ জনে পৌঁছেছে।
রবিবার জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।
আরও পড়ুন: মহামারি করোনায় ২৪ ঘণ্টায় কুমিল্লায় আক্রান্ত ৩৮, মৃত্যু ২
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৬টি নমুনার ফলাফলে নতুন করে ৪৭ জন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৫ দশমিক ৩৫ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩৯ জন, শাজাহানপুর ৩ জন, আদমদীঘি ২ জন এবং বাকি ৩ জন শেরপুর, কাহালু ও শিবগঞ্জের বাসিন্দা।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালন করুন: প্রধানমন্ত্রী
মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৯৪ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৪৭ জন, মৃত্যু হয়েছে ২৬৪ জন এবং চিকিৎসাধীন আছেন ৩৮৩ জন।
এদিকে করোনা সংক্রমণ রোধে বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
রবিবার দুপুরে শহরের প্রবেশমুখ মাটিডালী মোড়ে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) আজিজুর রহমান।
আরও পড়ুন: করোনার দ্বিতীয় ঢেউ: ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার
এ সময় শহরে চলাচলকারী সকল যানবাহন ও যাত্রীদের মাস্ক পরিধানসহ সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ইউএনও।
মাস্ক না পরায় এ সময় ৪ জনকে ১ হাজার ১০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জনসচেতনতা বৃদ্ধিতে পথচারীসহ যানবাহন চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।