তিনি বলেন, ‘সারা পৃথিবীতে নির্বাচন উপলক্ষে উত্তেজনা সৃষ্টি হয়, কখনও কখনও সংঘর্ষের মতো ঘটনাও ঘটে। বাংলাদেশের যেকোনো নির্বাচনে সর্বদা সরকারের নজরদারি রয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মাধ্যমে। তাই নির্বাচনে সহিংসতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।’
আরও পড়ুন: শুধু মানুষ নয়, শহর ও প্রকৃতিকেও ভালোবাসতে হবে: মন্ত্রী তাজুল
সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় ঢাকা ওয়াসার বাস্তবায়িত ওয়েলফিন্ড নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণে গাইডলাইন প্রস্তুত করেছে সরকার: মন্ত্রী
মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন পর হলেও দেশের মানুষ জানতে পেরেছে বিএনপি এদেশের একটি অকল্যাণকর দল। বিএনপি নেতিবাচক কোনো মন্তব্য যদি না করতে পারে তাহলে মনে হয় তাদের আর রাজনীতি করার সুযোগ নেই।’
আরও পড়ুন: ১৫ গ্রামে হবে ‘আমার গ্রাম আমার শহর’ পাইলট প্রকল্প: এলজিআরডিমন্ত্রী
করোনার ভ্যাকসিন সম্পর্কে তিনি বলেন, সরকার দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন এনে মানুষের কাছে পৌঁছে দিয়ে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।
তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরে দখল হয়ে যাওয়া সকল খাল উদ্ধার করা হয়েছে।
এসময় মন্ত্রীর সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন, ওয়াসার এমডি তাসকিম এ খানসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঢাকাকে বাসযোগ্য করতে জনঘনত্ব নির্ধারণে পরিকল্পনা প্রণয়ন করছে সরকার
সমালোচনার পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি চান এলজিআরডিমন্ত্রী
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নাগরিক সেবা বৃদ্ধির আহ্বান এলজিআরডিমন্ত্রীর