খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ কভার করতে জড়ো হওয়া স্থানীয় ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অভিযোগ করেছেন, শনিবার বিকাল থেকে তারা ধীরগতির ইন্টারনেট পরিষেবার সম্মুখীন হয়েছেন।
খুলনা শহরের একটি কম্পিউটার অপারেটিং দোকানের মালিক মুজাহিদুল ইসলাম ইউএনবিকে বলেন, ব্রডব্যান্ড নেটওয়ার্কে কোনো সমস্যা নেই তবে মোবাইল ইন্টারনেট বেশ ধীরগতির।
আরও পড়ুন: দেশে বর্তমানে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী: আইসিটি প্রতিমন্ত্রী
স্থানীয় সংবাদ ‘ডেইলি দৈনিক লোকসমাজ’ এর সাংবাদিক এহতেশামুল হক শাওন বলেন, ‘ধীর ইন্টারনেটের কারণে তিনি বিএনপির সমাবেশের কোনো ছবি অফিসে পাঠাতে পারছেন না।’
অন্য কয়েকজন সাংবাদিকও দাবি করেছেন যে তারা মোবাইল ইন্টারনেটের একই সমস্যার মুখোমুখি হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন মোবাইল সার্ভিস অপারেটর ইউএনবিকে জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে একটি ইমেলের মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খুলনা বিভাগে ৩জি এবং ৪জি ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে মোবাইল পরিষেবা অপারেটরদের নির্দেশ দিয়েছে।
তিনি বলেন, তবে, বিটিআরসি ইন্টারনেট পরিষেবা ধীরগতির কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি।
যোগাযোগ করা হলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এ ধরনের কোনো বিষয় বা নির্দেশনা সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।
আরও পড়ুন: ভারতে ফাইভজি মোবাইল ইন্টারনেটের উদ্বোধন মোদির
হিজাব ইস্যু: ইরানিদের ইন্টারনেট ব্যবহার বাড়াতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ