বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করেছে, খুলনা রেলওয়ে স্টেশনে বিএনপি-জামায়াতের কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক বার্তায় বলেছে, ‘রেলওয়ে আমাদের জাতীয় সম্পদ। এটা রক্ষা করা সকলের দায়িত্ব।’
আরও পড়ুন: জনগণ যতদিন চাইবে ততদিন আ.লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকবে: হানিফ
শনিবার দুপুর ১টার দিকে খুলনায় বিভাগীয় সমাবেশ শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)।
এদিকে ক্ষমতাসীন দল বলছে, বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাসী বাহিনী’ রেলস্টেশনে হামলা চালিয়েছে এবং বিএনপি রাজনৈতিক সমাবেশের নামে সন্ত্রাসের পথে হাঁটছে। ‘তাদের ভাষা ও কার্যকলাপ রাজনীতির সঙ্গে যায় না।’
খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের বরাত দিয়ে আ.লীগ জানায়, নিজেদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
একপর্যায়ে তারা স্টেশনের কাচ ভেঙ্গে ফেলে জানিয়ে আওয়ামী লীগ জানায়, পুলিশকে খবর দিলে তারা আরও উত্তেজিত হয়ে পড়ে।
আওয়ামী লীগের দলীয় ওই ফেসবুক পোস্টে হামলার ছবিও প্রকাশ করেছে।
আরও পড়ুন: পকেটমার সন্দেহে যুবককে গণপিটুনি দিল আ.লীগ নেতা
হলে আসন নিয়ে বাণিজ্য আ.লীগের ভাবমূর্তি নষ্ট করছে, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি কাদেরের